Future Plan
বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অনুসরণীয় ইসলামী ব্যক্তিত্ব গড়ে তোলা।
প্রিয় মাতৃভূমির কল্যাণে আত্মনিবেদিত যোগ্য রাহবার ও নেতৃত্ব তৈরি করা।
ইহ ও পরকালীন সুখ-সাফল্য অর্জনে দৈহিক, মানসিক, বুুদ্ধিবৃত্তিক পরিপক্কতা সম্বলিত খোদাভীরু মানব সম্পদ উপহার দেয়া।
ঐশীজ্ঞানে দীক্ষার মাধ্যমে হক্কুল্লাহ তথা আল্লাহর প্রাপ্য এবং হক্কুল ইবাদ তথা সৃষ্টির প্রাপ্য পুরোপুরি আদায়ের প্রেরণা জাগ্রত করা।
সকল কর্মে আল্লাহ এবং রাসূল (সাঃ) এর প্রতিটি নির্দেশ পালনের মাধ্যমে উভয়ের সন্তুষ্টি অর্জন সদা তৎপর থাকা।