Principal
সম্মানী অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শিক্ষিত মানুষ মাত্রই জানেন, সুশিক্ষার ফল-সভ্যতা, সততা ও সফলতা। তবে ভাবার বিষয় হলো, যদি সেই সুশিক্ষার উৎস হয় কেবলই পার্থিব জ্ঞান, তবে তা বাহ্যত ব্যক্তিকে সভ্য, সৎ আর সফলরূপে ভাস্বও ও চিত্রিত করলেও নিশ্চিতই ব্যক্তির পরমাত্মা কবে শিক্ষার স্বর্গীয় সুধা কে সম্পূর্ণ বঞ্চিত। অন্যদিকে শুধুই ধর্মীয় জ্ঞান পরমাত্মাকে তুষ্ট করলেও সমাজ বিচারে ব্যক্তি হয়ে াকে চরম উপেক্ষিত। এই ধ্রুবসত্যটি স্বীকার কওে সেই ১৯৬১ সাল েেক রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরের কাজীপাড়ায় উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন ফুরফরার মরহুম পীর আবু বকর ছিদ্দীক (র) এর অনুসৃত আদর্শের ভিত্তিতে ¯’স্থাপিত হয়েছে কাজীপাড়া ছিদ্দীকিয়া ফাযিল মাদরাসাটি। একদল আধুনিক ধৈয্যশীল, সংস্কৃতমনা বিশ^মানের শিক্ষক শিক্ষিকার সুপরিকল্পিত ও অভূপূর্ব উপ¯পনায় মাদরাসাটি ইবতেদায়ী ১ম শ্রেণি কে ফাযিল (ডিগ্রি) পর্যন্ত শিক্ষা বিতরণে এতদাঞ্চলেন অপ্রতিদ্বন্দী ও ইর্ষাযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অত্র প্রতিষ্ঠান কে শিক্ষা সমাপন করে শিক্ষার্থীরা আদর্শিক ও বৈশি^ক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কওে আলিম, দ্বীনের দায়ী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ধর্মীয় গবেষক হিসেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কওে আসছে। আর আজকের শিক্ষার্থীরা আকাশ ছোয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে নিশ্চিত ভবিষ্যতের দিকে। সিসি ক্যামেরার বলয়ে আধুনিক তথ্য প্রযুক্তির সর্বাধুনিক সুবিধায় আমাদেও শিক্ষকগন শিক্ষার্থীদেও সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে সর্বক্ষণ নিয়োজিত। আমাদেও রয়েছে প্রাত্যহিক পাঠ নির্দেশিকা। যা শিক্ষক ও অভিভাবকের মাঝে সেতুবন্ধন রচনা করে। এখানে আমরা একজন শিক্ষার্থীল পরকালিন চেতনা জগ্রত করাা জন্য ইসলামী আদর্শ ও আমালিয়াতের দিকটি সবিশেষ গুরুত্ব দেয়ার পাশাপাশি বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তÍত করার চেষ্টা করি। সুতরাং আদর্শিক ভিত্তির উপর দাড়িয়ে উদ্দাত্ত আহবান, আপনার কিংবা আপনার পোষ্যেও উজ্জল ভবিষ্যত রচনায় আমাদেও অঙ্গনকে বেছে নিন। আদর্শ একটি জাতি গঠনে আমাদেরকে সুযোগ দিন। আমাদেও দক্ষতা, অভিজ্ঞতা, শক্তি, সামর্থ্য ও বিশ্বাসকে কাজে লাগিয়ে আমরা কাঙ্খিত গন্তব্যে পৌছাবই ইনশাআল্লাহ। কাজীপাড়া ছিদ্দীকিয়া ফাযিল মাদরাসা এর এ যাত্রাপথে তাই সকলের সহযোগিতা, শুভদৃষ্টি ও দোয়া কামনা করছি। শুভে”ছান্তে আবুল হাসানাত মোঃ আমিনুর রহমান